আমার এখন পর্যন্ত লেখা কবিতা নেহায়েৎ খুবই কম। তবে তার মাঝে এই কবিতাটা আমার সবচাইতে প্রিয়। হয়তো ছন্দ বা কবিতার যেসব গুণ থাকা দরকার, তার অনেক কিছুই এতে অনুপস্থিত। কিন্তু তবুও আমি সারাজীবন এই কবিতাটাকে পছন্দ করে যাব। আগেই বলেছি “কবিতা এবং আমি” — পরস্পরের মাঝে ১৮০° ডিগ্রি কোণ বসানো আছে। তাই আগেই বলে রাখছি এসব ছাঁইপাশ কবিতা শুধুমাত্র মনের খায়েশ মেটানোর জন্য লেখা।
যদি কবিতাটি পড়া শুরু করেন, নিজের রিস্কে কবিতাটি পড়বেন। :v
ভাবনার অন্তরালে
সীমার মাঝে দৃষ্টি আমার
ভাবনা আমার নিজের মাঝে,
ছায়ার আড়াল হয়ে আমি
চক্ষু মেলি আকাশ পানে,
আকাশ পানে চেয়ে আমি
অসীম করি দৃষ্টি আমার;
দৃষ্টি আমার অসীম হলে
ভাবনা দিল ডুব সাগরে,
আকাশ পাতাল এক করে সব,
ভাবনা আমার যায় চলে যায়
সেই ঠিকানায় চিরতরে..
উৎসর্গঃ বিশেষ একজন :)