বেশ কিছুদিন আগে অনলাইনে একটা লেখা দেখেছিলাম। প্রথমেই লেখাটা পুরোপুরি কপি করে এখানে তুলে দিলামঃ
This story will warm you better than a coffee in a cold winter day:
“We enter a little coffeehouse with a friend of mine and give our order. While we’re approaching our table two people come in and they go to the counter –
‘Five coffees, please. Two of them for us and three suspended’
They pay for their order, take the two and leave. I ask my friend:
‘What are those ‘suspended’ coffees?’
‘Wait for it and you will see’
Some more people enter. Two girls ask for one coffee each, pay and go. The next order was for seven coffees and it was made by three lawyers – three for them and four ‘suspended’.
While I still wonder what’s the deal with those ‘suspended’ coffees I enjoy the sunny weather and the beautiful view towards the square in front of the café. Suddenly a man dressed in shabby clothes who looks like a beggar comes in through the door and kindly asks
‘Do you have a suspended coffee ?’It’s simple – people pay in advance for a coffee meant for someone who can not afford a warm beverage. The tradition with the suspended coffees started in Naples, but it has spread all over the world and in some places you can order not only a suspended coffee, but also a sandwich or a whole meal.”
Lets try to embrace this tradition at your local coffee shop/cafe. If you can, Donate a “suspended coffee or meal” to someone in need. Maybe someone will be inspired by your actions and pay the good deed forward.
আইডিয়াটা ব্যাপক এবং প্রশংসার দাবিদার। এই চিন্তাটাও অসাধারণ। যারা এই ট্রেডিশনটা চালু করেছে, তাদের অন্তরস্থল থেকে সম্মান জানাই।
কিন্তু আমি চিন্তা করতেসি, আমাদের দেশে এই ট্রেডিশনটা চালু করলে অবস্থাটা কই যেয়ে দাঁড়াবে!
একটু ভাবি……………..! (সময়ের অপচয় মাত্র)
► একে তো আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। তার উপরে সত্যিকারে যারা অভাবী এবং রোজগার করার কোন উপায়ই যাদের নেই, তারা ভিক্ষা করার সুযোগ কতটুকুই বা পায় ব্যবসায়ী ভিক্ষুকদের ঠেলায়? এখন তো ভিক্ষাবৃত্তি একটা পেশা হিসেবে তৈরি হয়েছে অনেকের জন্য। তখন ভিক্ষুকদের অত্যাচার মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাবে।
► কিছু ধান্ধাবাজ মানুষজন দরিদ্র না হলেও পকেটের টাকা বাঁচানোর জন্য এই সাসপেন্ডেড কফি মেরে দিবে হোটেলে যেয়ে।
► আমাদের দেশের মানুষদের নীতি-নৈতিকতা এখনো প্রশ্নবিদ্ধ। হোটেল মালিক-কর্মচারীরাও যে কতটুকু সৎ থেকে ভিক্ষুকদের এই ‘Suspended Coffee’ দেয়ার সুযোগ দিবে, সেটাও একটা কথা। সবাই সুবিধাবাদী, সুযোগসন্ধানী। এমন চালু করলে ১০টা সাসপেন্ডেড কফির জায়গায় হয়তো ২-৩টা কফি দিয়ে আর নেই বলে বাকি টাকা নিজের পকেটেই ভরবে।
►আবার আমাদের দেশের মানুষদের ভিক্ষুকদের, গরীবদের আড়চোখে দেখার অভ্যাসটাও ভালোই আছে। এই ট্রেডিশনকে হয়তো সহানুভূতিশীল হয়ে স্বাগত জানানো যায়। কিন্তু বাস্তবতা খুবই খারাপ! তাই তখন মানুষজন সেসব হোটেলে যাওয়া বন্ধ করে দিবে। হোটেল মালিকরাও তাদের হোটেলের রেপুটেশন খারাপ হয়ে যাবে বলে এটাকে দ্রুত বাতিল করে দিবে।
…. পরিশেষে আর কি বলব, বেশি কিছু আর চিন্তা করতে পারছিনা। এধরণের ট্রেডিশন আসলেই চালু করা দরকার। তবে এর জন্য আগে আমাদেরকে ঠিক হতে হবে। আমাদের সমাজ ব্যবস্থাকে ঠিক হতে হবে। নইলে কোন ট্রেডিশনই কখনো ঠাঁই পাবেনা। পরে সেটা হাস্যরসের একটা উপাদান হয়েই থাকবে।