ব্লগে লেখা আমার প্রথম কবিতা/ছড়া।
লেখার সময়কালঃ ২৪ মে, ২০০৯
আসলে কবি হিসেবে আমি কখনো নিজেকে কল্পনাও করতে পারিনা (অন্য কেউও পারবে না :p )। আমার সাথে কবিতার সম্পর্ক পুরোপুরি ১৮০° ডিগ্রি অবস্থানে। ছোটবেলায় অনেকের কবি প্রতিভার কথা শুনে খানিকটা ঈর্ষান্বিত হতাম। হাজার চেষ্টা করেও মাথা থেকে একটা লাইনও কবিতার মত করে বের করা যেত না। তবে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হওয়ার মাস খানেক আগে অবসর সময়ে হঠাৎ করে এক-দুইটা ছন্দ মাথায় উঁকি দিল। ভাবলাম ছাঁইপাশ হোক, আর যাই হোক, অন্তত আমার এক-দুইটা কবিতা আছে, এটা তো অন্তত বলতে পারবো। :p তাই এরপর থেকে চেষ্টা করে টেনেটুনে ৩-৪ টার মত কবিতা মাথা থেকে বের করেছিলাম। এরপরে অবশ্য ক্ষান্ত দিয়েছি সেই প্রচেষ্টার! ;) Read More