ঈদ মোবারক — আমার নিজের ওয়েবসাইটের জন্য এটাই আমার প্রথম লেখা। এর আগে আমার পুরাতন কিছু লেখা একত্রিত করে ওয়েবসাইটের কাজ প্রাথমিকভাবে শুরু করেছিলাম। আর এই লেখা দিয়েই আমার নিজের ব্লগে লেখালেখির যাত্রা শুরু করলাম। :) ঈদের দিনে নিজের ওয়েবসাইট চালু করতে পেরে বেশ আনন্দই লাগছে।
ঈদ — আজ ঈদ-উল-ফিতর। মহা খুশির এবং আনন্দের একটা দিন। ঈদের নামায শেষে বেরিয়ে দেখি রাস্তার মোড়ে মোড়ে মানুষের ভিড়, মানুষজন একে অপরের সাথে কোলাকুলি করছে। ব্যাপারটা দেখতেই ভালো লাগে। যদিও মাঝে মাঝে কিছু বজ্জাত পোলাপাইন বাজি ফুটিয়ে বিরক্তি তৈরি করছে। এটা বাদে সবকিছুই ভালো লাগছে। সারা বছর ধরে রোযার ঈদ এবং কোরবানীর ঈদ – এ দু’টো ঈদের জন্য আমরা অধীর অপেক্ষায় বসে থাকি। কেউ হয়তো আনন্দ করি ঈদের দিন, কেউ করি ঈদের পরের দিন বা তারও পরের দিন। মোদ্দা কথা, ঈদ নিয়ে আসে আমাদের জন্য আনন্দের বার্তা, যা আমাদের ব্যস্ত জীবনে খানিকটা হলেও প্রশান্তি নিয়ে আসে। Read More